Image description

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বছরের শেষটা করলেন বিয়ের গুঞ্জন দিয়ে। অথবা নতুন বছরের শুরুটা করলেন সেই বিয়ের খবর দিয়েই।

শোনা যাচ্ছে, চলতি বছর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সাধারণত, তারকারা এমন মন্তব্য বরাবরই এড়িয়ে যান। কিন্তু এ ক্ষেত্রে হানিয়া ব্যতিক্রম নজির সৃষ্টি করলেন। সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী জবাব দেন এভাবে, ‘বিয়ের গুঞ্জনটি আমিও শুনছি!’হানিয়া আমিরহানিয়ার এমন মন্তব্যে নতুন যেন বিয়ের বাদ্য বেজে উঠলো সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও এর কোনও তল এখনও খুঁজে পাওয়া যায়নি। 

বলা দরকার, ২০১৮ সালের দিকে পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। ২০১৯ সালে সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে দু’জনের পথ আলাদা হয়। নতুন গুঞ্জন, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। অনেকেই মনে করছেন, প্রাক্তন প্রেমিক আসিমকেই বিয়ে করতে যাচ্ছেন হানিয়া আমির।ঢাকায় হানিয়া আমিরগত বছর ‘সর্দার জি ৩’ নামের সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। প্রথমবার ঢাকা সফরে এসেও ভালোই আলোচনার জন্ম দিয়েছেন এই লাস্যময়ী।