ভারতের গুজরাটের সুরাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নিতিনভাই আদিয়া নামে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধ । বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জাহাঙ্গীরপুরার টাইমস গ্যালাক্সি আবাসনে এই ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, আবাসিক ভবনের দশতলার ফ্ল্যাটে জানালার পাশে ঘুমাচ্ছিলেন নিতিনভাই। ঘুমের মধ্যে পাশ ফিরতেই হঠাৎ জানালা দিয়ে নিচে পড়ে যান। তবে আটতলার একটি ফ্ল্যাটের গ্রিলে তার একটি পা আটকে যাওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
জানা গেছে, পড়ে গ্রিলে পা আটকে উল্টো হয়ে ঝুলে পড়েন নিতিনভাই। এরপর প্রায় এক ঘণ্টা ধরে অসহ্য যন্ত্রণাকে সঙ্গী করে ঝুলে ছিলেন তিনি। টের পেয়ে প্রতিবেশীরা খবর দিলে জাহাঙ্গিরপুরা, পালানপুর ও আদাজন থেকে তিনটি ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়রা জানান, উদ্ধারকারীরা প্রথমে দড়ি ও সেফটি বেল্ট ব্যবহার করে তাকে বেঁধে ফেলেন। এ সময় নিচেও নিরাপত্তা জাল ধরে রাখা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। দীর্ঘ চেষ্টা শেষে অবশেষে গ্রিল থেকে তার পা মুক্ত করে তাকে নিরাপদে ভেতরে টেনে নেয়া হয়। উদ্ধারের পর নিতিনভাই আদিয়াকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।