দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট ও কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। তবে এ বিশাল জনস্রোতের বাস্তব চিত্রের সমান্তরালে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ভুয়া ছবির ছড়াছড়ি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, বিএনপির অনেক নেতাকর্মী এবং কিছু পরিচিত ব্যক্তিত্ব তাদের ফেসবুক ওয়ালে জনসভার এমন কিছু ছবি শেয়ার করেছেন। যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এআই দিয়ে তৈরি এসব ছবিতে জনসমুদ্র ফুটিয়ে তোলা হলেও তাতে ধরা পড়েছে অপেশাদার ও অসংলগ্ন নানা দিক।
ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, মহাসড়কে অনেক মানুষ, যার দুই পাশে বস্তি এলাকার ছোট ছোট ঘর। মূলত সমাবেশ হয়েছে তিনশ ফিট এক্সপ্রেসওয়েতে। যেখানে কোনো বস্তি এলাকা নেই। এছাড়াও ছবিগুলোতে সমাবেশের পুরো মঞ্চ লাল সবুজ পতাকা দিয়ে সাজানো। কিন্তু প্রকৃত মঞ্চ ছিলে সাদা কাপড়ের ব্যাকগ্রাউন্ডের। এর সঙ্গে ছড়িয়ে পড়া ছবির মঞ্চের কোনো মিল পাওয়া যায়নি।
আরও দেখা যায়, কোনো এক শহরের মধ্যে হচ্ছে সমাবেশ। দুই পাশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি। সেই ছবিতে আরও একজন অপরিচিত নারীর ছবিও দেখা যায়। তাতে এআই দিয়ে তৈরি ছবির বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান। তার আগে দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।