Image description
 

২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আজ মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হবে তারেক রহমানের জনসভা। মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দেশে ফেরার আগে এটিই লন্ডনে তার শেষ জনসভা বলে বিএনপি সূত্রে জানা গেছে।

 

যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু সাংবাদিকদের বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সর্বশেষ জনসভায় অংশ নিতে। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
যুক্তরাজ্যে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন : বিএনপির যুক্তরাজ্য শাখা বিএনপির পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শীঘ্রই যুক্তরাজ্য শাখা বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল ২০১৯ সালে। প্রায় ছয় বছর ধরে একই কমিটির নেতৃত্বে সেখানে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন।