Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী (রিটেইনার) নিয়োগে একটি নীতিমালা জারি করেছে সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা-২০২৫’ শিরোনামে এটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় ‘রিটেইনার’ বলতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োগ ও অনুমোদিত সশস্ত্র ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর ‘রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে সরকার স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝানো হয়েছে।

নীতিমালার আওতায় প্রদত্ত লাইসেন্স নির্বাচন ফল ঘোষণার দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময় শেষে লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স-সংক্রান্ত নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে মন্ত্রণালয় এ সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারে।