Image description

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েল। ভোররাতে চালানো এই হামলায় নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় ড্রোন টহল চালিয়েছে ইসরায়েল এবং আতঙ্কে বহু পরিবারের নিরাপদ স্থানে পালিয়ে গেছে। এই ঘটনায় উত্তেজনা বেড়েছে আরও।

 

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দামেস্কের উপকণ্ঠে বেইত জিন শহর ও মাজারাত বেইত জিনে যাওয়ার সড়কে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ ওই ১২ জন নিহত হন। শুক্রবার ভোরে হওয়া এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আলিখবারিয়া জানায়, হামলার পরও ইসরায়েলি ড্রোনগুলো ওই এলাকায় টহল দেওয়া অব্যাহত রেখেছিল, বিশেষ করে দুই শহরের মধ্যবর্তী সড়কের ওপর। প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী এই হামলার পর বেইত জিন ছেড়ে পালিয়ে গেছে বহু পরিবার।

এর আগে চ্যানেলটি জানায়, ইসরায়েলের একটি টহল দল শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অল্প সময়ের জন্য সংঘর্ষে জড়ায় এবং পরে সরে যায়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় তাদের ছয় সেনা আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু এসব স্থাপনার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাও রয়েছে।

এছাড়া ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে তাদের দখলদারিত্ব বাড়িয়েছে এবং নিরস্ত্রীকৃত বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে। আর এটি ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন।