Image description
 

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়। ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে এ সংগীতশিল্পী সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই সমুদ্রে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার। 

 

এরপর শুরু হয় তার মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র। সিঙ্গাপুরে হওয়া ময়নাতদন্তের রিপোর্ট বলেছে, এই মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র নেই। পানিতে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তবে জুবিন গার্গের মৃত্যু নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বিধানসভায় বিরোধীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। কর্মসংস্থান, অর্থনীতি, মানবকল্যাণের পাশাপাশি গায়ক জুবিন গার্গের মৃত্যুর প্রসঙ্গও তোলা হয়। এই দিন বিধানসভায় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম দাবি করে বলেন, জুবিনের মৃত্যুর এখনো বিচার করতে না পারা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। 

তিনি বলেন, আমরা বহু বিষয় নিয়েই কথা বলব। জুবিন গার্গ যাতে বিচার পান, সেই বিষয়টিও তুলব। উনি আমাদের আসামের হৃদয়ে বাস করতেন। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দুর্ঘটনা নয়, জুবিন গার্গকে হত্যা করা হয়েছে।

এদিকে সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে আসার পর তদন্তে নামে আসাম পুলিশ। সারা রাজ্যজুড়ে ৬০টি মামলা হয়েছে। ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারীদের দলও গঠন করা হয়। এ ঘটনায় ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতো, জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত, জুবিনের তুতো ভাই সন্দীপন গার্গকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। জুবিনের দুজন নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরা ও প্রবীণ বৈশ্যকেও গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার নিষ্পত্তি এখনো হয়নি।