তামাকমুক্ত প্রজন্ম গঠনের পথে বড় পদক্ষেপ নিয়েছে মালদ্বীপ। নতুন আইনে ২০০৬ সালের পর জন্ম নেওয়া কেউ দেশটিতে ধূমপান, তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহার করতে পারবে না। এমনকি এই নিয়ম প্রযোজ্য হবে বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও।
তামাকবিরোধী এক যুগান্তকারী আইন কার্যকর করেছে মালদ্বীপ সরকার। চলতি মাসে পাস হওয়া এ আইনে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্ম নেওয়া কেউই আজীবন তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় করতে পারবে না।
সরকারের লক্ষ্য হলো দেশটিকে ধীরে ধীরে একটি “তামাকমুক্ত প্রজন্ম”-এর দিকে এগিয়ে নেওয়া।
নতুন আইনের আওতায় বিক্রেতাদের এখন থেকে ক্রেতার বয়স ও জন্মতারিখ যাচাই বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।
আইনের প্রয়োগ শুধু নাগরিকদের জন্য নয়, বরং মালদ্বীপে আগত বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্রশাসন জানায়, সারা দেশে একযোগে কঠোরভাবে এটি বাস্তবায়ন করা হবে।
এছাড়া, তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি রোধে সরকার ই-সিগারেট ও ভেপিং ডিভাইসের ব্যবহারেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
মালদ্বীপ সরকার বলেছে, ২০০৬ সালের পর জন্ম নেওয়া কেউ আইনত কখনো তামাকজাত দ্রব্যের নাগাল পাবে না।—এর মাধ্যমে দেশটি জনস্বাস্থ্য রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
শীর্ষনিউজ