নৌকায় চড়ে যাচ্ছিলেন জেলেদের সঙ্গে কথা বলতে। হঠাৎ নৌকা থেকে নেমে পড়লেন পানিতে। একটু একটু করে এগিয়ে গেলেন জেলেদের দিকে। শুধু তাই নয় মাছ ও ধরলেন তাদের সাথে। পানিতে থাকা সবাই হই হুল্লোড়ে মেতে উঠলেন মুহূর্তের মধ্যেই।
ভারতের বিহারের বেগুসরাইয়ে নির্বাচনি প্রচারের ফাঁকে এমন কাণ্ড করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভিডিওতে রাহুল গান্ধীকে তার স্বভাবসিদ্ধ সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা এর বেশ প্রশংসা করেছেন।
জানা গেছে , রোববার বেগুসরাইয়ে জেলেদের সঙ্গে কথা বলতে নৌকায় ওঠেন রাহুল। আর তখনই এমন কাণ্ড করে বসেন তিনি। এ ঘটনার সময় তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনি।
মুকেশ বলেন, রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। তিনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন।জেলেদের সঙ্গে রাহুল গান্ধীর মাছ ধরার ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিওর বিবরণীতে লেখা হয়েছে, 'এটা সত্যিকারের পুকুর!'