Image description

এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এখন থেকে নিজ ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তেহরান। নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র ও এ সংক্রান্ত প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে দেশটি।

বৃহস্পতিবার ইরানের মহাকাশ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

 

 

প্রতিবেদনে বলা হয়, ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ বলেছেন- ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা, উন্নয়ন এবং উৎক্ষেপণে পূর্ণ ক্ষমতাসম্পন্ন দেশগুলোর মধ্যে একটি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০ বা ১১টি দেশ মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে, যার মধ্যে রয়েছে- রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাপান এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

ইরান দেশীয় দক্ষতা এবং সম্পদের ওপর নির্ভরতার মাধ্যমে তার অগ্রগতি অর্জন করেছে বলেও জানান সালারিয়েহ। তিনি বলেন, “একইসঙ্গে উপগ্রহ এবং উৎক্ষেপক উভয়ই ক্ষেত্রে প্রযুক্তিগত বিকাশ ঘটিয়েছে তেহরান।

 
এই ধরনের সমান্তরাল অগ্রগতির জন্য জটিল এবং অত্যন্ত বিশেষায়িত প্রযুক্তির দক্ষতা প্রয়োজন। ”

 

সালারিয়েহ স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতে ইরানের অর্জন এবং রেজোলিউশনে উল্লেখযোগ্য উন্নতি তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের অগ্রগতি শুরু হয়েছিল প্রতি পিক্সেলে প্রায় এক হাজার মিটার গতিতে ছবি তোলার ক্ষমতা সম্পন্ন উপগ্রহ দিয়ে, পরে কয়েকশ মিটার, তারপর কয়েক ডজন মিটারে উন্নীত হয়েছে এবং আজ এটি মাত্র কয়েক মিটার রেজোলিউশনে পৌঁছেছে। ”

স্যাটেলাইট প্রযুক্তিতে এই অভাবনীয় অগ্রগতিগুলো বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা কেন্দ্র এবং রাষ্ট্র-অনুমোদিত কোম্পানিগুলোর বিশেষায়িত দলের মধ্যে দৃঢ় সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান।