
পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিওতে মেহরুন্নিসা নামে এক তরুণী প্রতিবেদককে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’
এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নাম ব্যবহার করে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।
সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না, তা যাচাই করে নিন।’
তবে বিবিসি উর্দুর এ বিবৃতি দমাতে পারেনি সাংবাদিক মেহরুন্নিসাকে। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা তা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে মেহরুন্নিসা বলেন, আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।
আরটিভি