
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলামকে নগরীর ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফের সংঘর্ষ শুরু হলে নাইমুল গুরুতর আহত হন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিভাগের জুনিয়র নাইমুল ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।’
সংঘর্ষের প্রায় ছয় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
এদিকে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। আগামীকাল (সোমবার) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।