
উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০,০০০ সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে, যদিও ধাপে ধাপে সৈন্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। গত কয়েক মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পটভূমিতে এই তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এই মাসের শুরুতে সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, উত্তর কোরিয়া আগামী কয়েক মাসে মস্কোর ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্য ৩০,০০০ অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠাবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, “আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে ৩০,০০০ জন সেনা মোতায়েনের কোনো তথ্য নেই।” তবে তারা স্বীকার করেছে, জুলাই-আগস্ট মাসে ধাপে ধাপে ১,৫০০ থেকে ৩,০০০ জনের একটি ইউনিট রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
উত্তর কোরিয়া পূর্বে থেকে রাশিয়াকে সামরিক সহায়তা প্রদান করে আসছে এবং সম্প্রতি আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার মতে, উত্তর কোরিয়া ৫০ থেকে ১০০ ইউনিট সামরিক সরঞ্জাম রাশিয়ায় প্রেরণ করবে, যার মধ্যে রয়েছে এম২০১০ (চিওনমা-ডি) মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং বিটিআর-৮০ সাঁজোয়া যান। গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানান, তারা মস্কোর ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় সর্বাত্মক সমর্থন প্রদান করতে প্রস্তুত।
ল্যাভরভ তার তিন দিনের উত্তর কোরিয়া সফরের শেষে বলেন, মস্কো দুই দেশের মধ্যে কৌশলগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করার পর থেকে, দুই দেশের সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়ার এই সমর্থন রাশিয়ার সাম্প্রতিক সামরিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র : সিএনএন