Image description

গাজায় ২৪ ঘণ্টায় ৬১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন ২৩১ জন, যার ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৮৮৭ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে, যার ফলে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৮৮ জনে দাঁড়িয়েছে। ২৭ মে থেকে ৫ হাজার ১৯৯ জনেরও বেশি আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ৭ হাজার ২৬১ জনকে হত্যা এবং ২৫ হাজার ৮৪৬ জন আহত হয়েছে, যা জানুয়ারিতে বহাল থাকা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরায়েল ছিটমহলে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও।

শীর্ষনিউজ/