Image description

ইরান ও ইউক্রেন নিয়ে এক ঘণ্টা ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপে মধ্যপ্রাচ্য বিশেষ করে সরিয়িা প্রসঙ্গও আসে। দুই নেতা ভবিষ্যতে তাদের নিয়মিত যোগাযোগ এমনকি দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বলেন, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইরান ও পুরো অঞ্চলের বিষয়ে ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা করেন।

ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ করেন জানিয়ে ইউরি উশাকভ আরও বলেন জবাবে পুতিন তার দেশ রাশিয়া ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান।

 
 

তবে পুতিন আবারও বলেন, ইউক্রেন যুদ্ধের লক্ষ্য রাশিয়া অর্জন করবেই এবং সংকটের মূল কারণগুলো সমাধানে রাশিয়া তার প্রচেষ্টা চালিয়ে যাবে।

দুই নেতা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি ও দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন বলে জানান উশাকভ। ট্রাম্প ও পুতিন সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

পুতিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানান।

(ঢাকাটাইমস