Image description
 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে ২০২২ সালে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেন।

 

ইসরাইলের ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কালকালিস্ট বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আভনার নেতানিয়াহু ২০২২ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্যের অক্সফোর্ডে ৫ লাখ ২ হাজার ৫০০ পাউন্ড (৬ লাখ ৮০ হাজার ডলার) মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ওই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রস্তাবিত এক ‘মিনি-বাজেট’-এর কারণে ব্রিটিশ পাউন্ডের মান বিপর্যয়ের শিকার হয়।

পত্রিকাটির তথ্যানুসারে, আভনার অ্যাপার্টমেন্টটির জন্য ঠিক ১৯ লাখ ৮০ হাজার শেকেল পরিশোধ করেছেন, যা ইসরাইলের বৈদেশিক সম্পদ রিপোর্টিংয়ের জন্য নির্ধারিত ২০ লাখ শেকেল সীমার নিচে।

প্রতিবেদন অনুযায়ী, এই সম্পদ কেনার জন্য তাঁকে কোনো মর্টগেজ নিতে হয়নি। ২০২৫ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বার্ষিক আয় অন্তত ১ লাখ ৫০ হাজার ডলার।

আভনার নেতানিয়াহু পত্রিকাটিকে বলেন, নাম পরিবর্তনটি ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং তা ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল।

তিনি বলেন, আমি আমার আইডি কার্ডে নাম পরিবর্তন করেছি, এরপর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও পরিবর্তন করেছি।

নাম পরিবর্তনের কারণ হিসেবে নেতানিয়াহুর ছেলে বলেন, আমি তখন নিরাপত্তা পেতাম না। আমার বাবা তখন বিরোধীদলীয় নেতা ছিলেন এবং বিদেশে পড়ার সময় আমি শিন বেত (ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা)-এর নিরাপত্তা চেয়েও পাইনি।