
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে তারা জানান, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ফরদো, ইসফাহান ও নাতাঞ্জে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন। ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না।
এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে। এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন