
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচিত ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে কটাক্ষ করে বলেছেন, “সরকারি ভর্তুকি না পেলে মাস্ককে হয়তো তার ‘ঘরে’—দক্ষিণ আফ্রিকায়—ফিরে যেতে হবে।” মঙ্গলবার (১ জুলাই) ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন।
‘আমি বরাবরই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার বিপক্ষে ছিলাম’, লিখেছেন ট্রাম্প। ‘ইলন মাস্কও সেটা জানত। আমি বলি, বৈদ্যুতিক গাড়ি ঠিক আছে, কিন্তু সবাইকে জোর করে সেটা ব্যবহার করতে বাধ্য করা একেবারেই যুক্তিহীন।’
তিনি বলেন, ‘ইলন সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি পাওয়া ব্যক্তি। এই সাহায্য ছাড়া তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। তখন আর কোনো রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, কিংবা ইলেকট্রিক কার উৎপাদন থাকবে না। আর এতে করে আমেরিকার বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় হবে।’
ট্রাম্প আরও পরামর্শ দেন, DOGE (Department of Government Efficiency) – অর্থাৎ ‘সরকারি দক্ষতা দপ্তর’ যেটির নেতৃত্বে এক সময় মাস্ক নিজেই ছিলেন – সেটিকে এখন মাস্কের প্রতিষ্ঠানগুলোতে দেওয়া ভর্তুকির পরিমাণ খতিয়ে দেখতে বলা উচিত। তার কথায়, ‘DOGE-কে দিয়ে একবার ভালোভাবে খতিয়ে দেখা উচিত! এখানে প্রচুর অর্থ সাশ্রয়ের সুযোগ আছে!’
এর আগে ইলন মাস্ক ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল বিলকে ‘জঘন্য ঘৃণ্য’ বলে আখ্যা দেন। তিনি হুঁশিয়ারি দেন, যদি এই বিতর্কিত বাজেট বিল সিনেটে পাশ হয়, তবে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন।
এক্স (আগে টুইটার)-এ দেওয়া পোস্টে মাস্ক লেখেন, ‘এই পাগলামিপূর্ণ বাজেট পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে। আমাদের দেশে রিপাবলিকান-ডেমোক্র্যাট একক শাসনের বাইরে একটি শক্তিশালী বিকল্প দরকার—যাতে জনগণের প্রকৃত কণ্ঠস্বর উঠে আসে।’