Image description

ইরানের আইন প্রয়োগকারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশের অভ্যন্তরে থাকা ইসরাইলের গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কগুলিকে বড় আঘাত করেছে।



বুধবার দেয়া ভাষণে রাদান জোর দিয়ে বলেন, ইসরাইলের শাসনব্যবস্থাকে সহায়তা করার দায়িত্বে থাকা ইউনিটগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং একে একে ভেঙে ফেলা হয়েছে।



তিনি আরও বলেন, বেশ কয়েকটি ঘটনায় সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী যানবাহন, ব্যক্তি এবং দলগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। এরমধ্যে একটি সংঘর্ষে চারজন সন্ত্রাসী আহত হয়েছে এবং এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



মোসাদের একজন গুপ্তচরকে আটকের কথা উল্লেখ করে রাদান বলেন, এই গুপ্তচর প্রচুর পরিমাণে বিস্ফোরক, রিমোট কন্ট্রোল এবং গুপ্তচরবৃত্তির সরঞ্জাম বহন করছিল। আরও বিশদ তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।