
স্বপ্নের সফরে বেরিয়েছিল বাবা-মেয়ে। কিন্তু সেই স্বপ্নসফরেই বড়সড় বিপত্তি। ১৫ তলা ডেকের ক্রুজের চারতলা থেকে মাঝসমুদ্রে পড়ে গেল মেয়ে। আর তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিলেন বাবা। আনন্দময় সফর নিমেষে বদলে গেল আতঙ্কে। হতভম্ব ক্রুজের অন্যান্য যাত্রীরাও। আমেরিকার ফ্লোরিডার কাছে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে । জানা গেছে ডিজনি ড্রিম ক্রুজ শিপে চড়ে আমেরিকার বাসিন্দা প্রায় ৪০০০ জন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। কথা ছিল, বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে নোঙর করবে। ক্রুজটিতে ১৪ তলা ডেক-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা ছিল। প্রতিটি ডেকে যাত্রীদের জন্য কড়া সুরক্ষা ব্যবস্থাও ছিল। চারতলার ক্রুজের রেলিংয়ে দাঁড়িয়েছিল ৫ বছরের মেয়েটি। সমুদ্রের সৌন্দর্যকে পিছনে রেখে মেয়ের সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন বাবার। এমনই আনন্দময় মুহূর্তে সুরক্ষার ফাঁক গলে বাচ্চা মেয়েটি পড়ে যায় আচমকা। তা টের পেতেই মেয়েকে উদ্ধার করতে বাবাও ঝাঁপিয়ে পড়েন পানিতে । এসব দেখে আঁতকে ওঠেন অন্যান্য যাত্রীরা।তবে আঁটসাঁট সুরক্ষার কারণে চটজলদি পদক্ষেপ করেন ক্রুজের চালকরা। কেবিন থেকে সঙ্গে সঙ্গে লাইফ সেভিং জ্যাকেট তাঁদের দিকে ছুড়ে দেওয়া হয়। ক্রুজের গতি কমিয়ে জলে পড়ে যাওয়া বাবা-মেয়ের আশপাশে ঘুরতে থাকে। তৎপর হয়ে ওঠেন নাবিক ও নিরাপত্তারক্ষীরা। প্রায় দশ মিনিট ধরে দু’জন সমুদ্র থেকে বেঁচে ফেরার জন্য লড়াই করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ডিজনির তরফে জানানো হয়েছে, আমাদের ক্রু মেম্বাররা অতি দ্রুত অ্যাকশন নিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই বাবা-মেয়েকে আমাদের উদ্ধারকারী বোট উদ্ধার করেছে। আমাদের সুরক্ষা বলয় যে বেশ শক্তপোক্ত, এই ঘটনাই তার প্রমাণ। সোমবার সকালেই জাহাজ পৌঁছায় পোর্ট এভারগ্লেডসে। যাত্রীরা তখনও আবেগে ভাসছেন। কারও মুখে অন্য কোনও কথা নেই, শুধু একটাই বিষয় ঘুরছে, এমন বাবাই তো প্রকৃত নায়ক।
সূত্র : বিবিসি