
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার (১১ মার্চ) কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। তার এই সফরের মূল লক্ষ্য ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত করা। এ বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে তিনি কাতার সরকারের সঙ্গে বৈঠক করবেন।
সূত্রের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, স্টিভ উইটকফ বুধবার (১২ মার্চ) কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে, সোমবার (১০ মার্চ) তিনি কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইসরাইল আশা করছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির মেয়াদ আরও প্রায় দুই মাস বাড়ানোর প্রস্তাব দিতে পারে। এতে হামাস জীবিত জিম্মিদের অর্ধেককে মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে, তারা আগের জানুয়ারিতে সম্মত হওয়া কাঠামো মেনে চলবে। উল্লেখ্য, তিন-পর্যায়ের জিম্মি-যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপটি ১ মার্চ শেষ হয়েছিল, তবে পরবর্তী ধাপগুলোর ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর হামাসকে যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই প্রক্রিয়া সফল হলে দীর্ঘমেয়াদি একটি শান্তিচুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং চলমান সংঘাত কমে আসতে পারে।
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে মার্কিন দূতের মধ্যস্থতা প্রচেষ্টা কূটনৈতিক সমাধানের পথে নতুন আশার আলো দেখাচ্ছে। কাতারের নেতৃত্বে চলমান আলোচনা পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল