Image description

শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া আর কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না বলেও জানানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না। কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।

আদেশে বলা হয়েছে, সংযু