নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজ সোমবার থেকে দুই দিনব্যাপী ‘কুরআন কনফারেন্স ও সীরাহ এক্সিবিশন ২০২৫’ শুরু হয়েছে। ধর্মীয় মূল্যবোধের চর্চা, সঠিক ধর্মীয় অনুভূতির বিকাশ এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজক শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদের ব্যথিত করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন- নৈতিক অবক্ষয়, ধর্মীয় ব্যাখ্যার ভুল ধারণা এবং মূল্যবোধের দুর্বলতা দীর্ঘ সময় ধরে জমা হয়েই এ সংকট তৈরি করেছে। তাই ইসলামের মৌলিক শিক্ষা ও সীরাহ সম্পর্কে নতুন প্রজন্মকে জ্ঞাত করা জরুরি হয়ে পড়েছে। সেই উদ্দেশ্যেই দেশবরেণ্য স্কলারদের নিয়ে এই কনফারেন্স ও এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের আত্মীয়-স্বজনসহ সকলের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে, যাতে ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় মঙ্গলবার বিকালে দেশবরেণ্য ইসলামিক স্কলাররা গ্র্যান্ড কনফারেন্সে অংশ নেবেন। স্কলারদের মধ্যে মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, প্রফেসর মখতার আহমাদ, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ আহমদুল্লাহ প্রমুখ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া কাল বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে ‘আধুনিক যুগে মুসলমানদের চ্যালেঞ্জ’ বিষয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য এ পর্ব উন্মুক্ত থাকবে।
আজ সোমবার থেকে এনএসইউ এক্সিবিশন হলে সীরাহ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে বলে জানা গেছে।