আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধিত অংশ)। তবে বিএনপি থেকে এখনো তেমন কোনো নিশ্চয়তা পায়নি দলটি।
দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী কালবেলাকে জানান, জমিয়তের পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা (যদি জোট হয়) বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। সেই তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী (সিলেট-৪), সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪), মাওলানা ফখরুল ইসলাম (সিলেট-৬) মাওলানা মুখলেছুর রহমান চৌধুরী (সুনামগঞ্জ-১), যুগ্ম মহাসচিব মাওলানা ড.শুয়াইব আহমদ (সুনামগঞ্জ-২), মাওলানা তালহা ইসলাম (নড়াইল-২) এবং মুফতি মুহাম্মদ উল্লাহ জামী (কিশোরগঞ্জ-১)।
তবে উল্লিখিত আসনগুলোর মাঝে ইতোমধ্যে অধিকাংশ আসনেই বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিশেষ করে ‘জমিয়তের ঘাঁটি’ হিসেবে আলোচিত সিলেট-৪ আসনে সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী এবং নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে সংশ্লিষ্ট জমিয়ত প্রার্থীদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ভিন্ন চিন্তা মাথায় রেখেছে জমিয়ত। গুঞ্জন উঠেছে, বিএনপি থেকে কাঙ্ক্ষিত আসন না পেলে প্রয়োজনে এনসিপি জোটে যেতে পারে দলটি।
এসব বিষয়ে জানতে চাইলে জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী (নিবন্ধিত অংশ) কালবেলাকে বলেন, ‘জমিয়ত এখনো বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা লাইনে আছে।’
বিএনপির সঙ্গে সমঝোতা না হলে অন্য কারও সঙ্গে জোটে গড়বেন কি না— এ প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিএনপির সঙ্গে কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হয়, তখন জমিয়ত বসে চিন্তা করবে কী করা যায়— একক নির্বাচন করবে নাকি কোনো জোট তৈরি করবে। তবে, কোনো জোটে ‘যোগদানের’ সম্ভাবনা নেই।”
এদিকে, জমিয়তের আরেকটি অংশ (অনিবন্ধিত) বিএনপি থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টায় আছে বলে জানা গেছে।
তবে তাদের প্রত্যাশা ছিল পাঁচটি আসন। সেগুলো হলো— কুমিল্লা-৬ আসনে দলের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যশোর-৫ মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সুনামগঞ্জ-৩ সৈয়দ তালহা আলম, হবিগঞ্জ-১ মুফতী নিজাম উদ্দীন আল আদনান এবং সুনামগঞ্জ-১ আসনে হাফেজ রশিদ আহমদ।
জমিয়তের এই অংশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কালবেলাকে বলেন, ‘আসন বরাদ্দ পাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। এ সময় তিনি আমাদের বিষয়ে আন্তরিকতা প্রকাশ করেছেন। যশোর-৫ আসনে (এরই মধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে) আমাদের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়া আমার আসনসহ অন্যগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস জানিয়েছেন।’