Image description

প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড আফগানিস্তানের ল্যাবরেটরি লজিস্টিক্স ইনফরমেশন সিস্টেম (এলএলআইএস) উন্নয়নের দায়িত্ব পেয়েছে। এ লক্ষ্যে গত ৬ ডিসেম্বর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আফগানিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি কোম্পানিটি।

ইউএনডিপির সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্প আফগানিস্তানের জনস্বাস্থ্য সম্পর্কিত ল্যাব ব্যবস্থাপনাকে ডিজিটাল করতে ভূমিকা রাখবে। এই সিস্টেমের মাধ্যমে কাবুলের কেন্দ্রীয় জনস্বাস্থ্য ল্যাবরেটরির সঙ্গে দেশটির ছয়টি আঞ্চলিক রেফারেন্স ল্যাব যুক্ত হবে। সিস্টেমটি স্বয়ংক্রিয় ডেটা ম্যানেজমেন্ট, নমুনা ট্র্যাকিং, ডিজিটাল ইনভেন্টরি মনিটরিং সহ বিভিন্ন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে ইন্টিগ্রেশন নিশ্চিত করবে।

 
 

ড্রিম৭১–এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, এটি আমাদের জন্য এবং দেশের জন্য দারুন সুযোগ। এ প্রকল্পের আওতায় আমরা এমন একটি সফটওয়্যার ডেভেলপ করব যাতে রোগী ও নমুনা ব্যবস্থাপনা হবে আরও দ্রুত ও নির্ভুল। পাশাপাশি ল্যাব রিপোর্টিং উন্নত হবে, সাপ্লাই চেইনের স্বচ্ছতা বাড়বে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসরণ সহজ হবে।