Image description

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দেওয়ান সালমান ও মো. জাকির হোসেন। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রিন্সিপাল আবুল কাশেম হল ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলের সকল স্তরের নেতা–কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।