Image description

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীদের সেই হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে ডাইনিংয়ের কার্যক্রমও বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডা. জামাল উদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসে ‘৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে’ শিরোনামে খবর প্রকাশ করা হয়। এর একদিন পরই এমন ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ রেখে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ-ব্লক ডক্টরস হলে অবস্থানরত সব রেসিডেন্ট চিকিৎসক বা শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ কক্ষ সম্পূর্ণরূপে খালি করে হল ত্যাগের জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রকৌশল দপ্তরের চলমান সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে অনুরোধ করা যাচ্ছে যে, সব রেসিডেন্ট চিকিৎসক বা শিক্ষার্থী তাঁদের ব্যক্তিগত ও মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখবেন। খালিকৃত কক্ষের চাবি হল প্রভোস্ট কার্যালয়ের দাপ্তরিক কক্ষে যথাযথভাবে জমা প্রদান করবেন।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ-ব্লক ডক্টরস হল ডাইনিংয়ের সকল সেবা কার্যক্রম আগামী ২৬ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।