
বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এবার আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে খালি থালা ও প্লেট হাতে নিয়ে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করছেন।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ মিনার থেকে এ মিছিল নিয়ে শিক্ষা ভবন সংলগ্ন শিক্ষা চত্বরে যান শিক্ষকরা। পরে সেখানে অবস্থান করে স্লোগান দেওয়া শুরু করলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। এসময় শিক্ষা ভবন অভিমুখে আন্দোলনকারীদের গতিরোধ করতে ব্যারিকেড দেয় পুলিশ। ফলে পৌনে ৪টার দিকে শিক্ষক ও পুলিশকে মুখোমুখি অবস্থানে নিতে দেখা যায়।
এর আগে, দুপুর ১২টায় শিক্ষকদের ‘ভূখা মিছিল’ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণের কারণে কর্মসূচি বিকেল ৩টায় পালিত হবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চলমান আন্দোলন ও শিক্ষকদের দাবি-দাওয়াসহ সার্বিক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাপ-আলোচনা করেন শিক্ষক প্রতিনিধিরা। বৈঠকটি দুপুর ১২টায় শুরু হয়।