Image description

জকসু নির্বাচনের ভোট গণনা মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের বলেন, আমরা ২০ মিনিট পর ভোট গণনা শুরু করব। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের জকসু নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।

অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে মিটিং করেছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সকল পক্ষের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে তিনশত ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যেই ওয়েমার মেশিন হাতে গণনা করা ভোটের ফলাফলের সাথে মিলবে সেই ওয়েমার মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝে মধ্যে হাতে গণনা করে ওয়েমার মেশিন চেক করব।