ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। সভায় এই পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি আজকের সিন্ডিকেট সভায় আলোচনার টেবিলে রয়েছে। এই তালিকায় রয়েছে দুটি ছাত্রাবাস, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। স্থাপনাগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং ডাকসুর নেতারা এই নাম পরিবর্তনের দাবিতে সোচ্চার হন। শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব নিয়ে উপাচার্য দপ্তর ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেদিন ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেগ ও দাবির প্রতিফলন ঘটাতেই আজকের সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে। আজকের সভা শেষেই এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি নিউজ, নাম পরিবর্তন, বঙ্গবন্ধু হল, সিন্ডিকেট সভা ২০২৬, ডাকসু, শহীদ ওসমান হাদি হল, সিতারা বেগম হল