বিভিন্ন রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার ভিশান এবং প্লানিং আছে কি না- এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমি খুব সিম্পলি আমার ভিশানটা বলি।
নো চাদাবাজি, নো সন্ত্রাস; মোর বিজনেস, মোর জব। দ্যাটস ইট।
এইটা বাস্তবায়নের জন্য প্রথমে পুলিশ আর বিচার বিভাগকে ঠিক করতে হবে। হাইওয়ে পুলিশকে রিঅরগানাইজ করে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে, যাতে সারাদেশে পণ্য আনা নেয়ায় কোন চাদাবাজি না হয়। একটা মাত্র ফোন কলেই সমস্যার সমাধান মানুষের কাছে পৌছাইতে হবে। একই ভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকেও রিঅরগানাইজ করতে হবে, যাতে করে কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোন চাদাবাজি না হয়। আর নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রনের জন্য পুলিশের একটা আলাদা বিশেষায়িত ইউনিট করতে হবে। বিচার বিভাগে পর্যাপ্ত বিচারক নিয়োগ দিয়ে বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে হবে।
নতুন করে এক কোটি লোককে সরকারী খরচে বিদেশ পাঠাইতে হবে। পকেট থেকে যেন তাদের এক টাকাও খরচ করতে না হয়। বিদেশ পাঠানোর আগে এদের স্কিল সেট বাড়াইতে হবে, যাতে তাদের ইনকাম লেভেল বাড়ে। আর বড় মাপের ফরেইন ইনভেস্টমেন্ট দেশে আনার জন্য ব্যবস্থা করতে হবে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলে, এফিসিয়েন্ট সরকার থাকলে ফরেইন ইনভেস্টমেন্ট আসবে। এর পাশাপাশি যারা মাঝারি ব্যবসা করে, ট্যাক্স ভ্যাট নিয়মিত দেয় - তাদেরকে কম রেইটে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দিতে হবে।
দেশে আইনের শাসন থাকলে, মানুষের চাকরী-বাকরী-ব্যবসা থাকলে মানুষ স্বাধীনভাবে ইসলাম চর্চা করতে পারবে। অর্থনৈতিক ব্যবস্থা ভাল করার পাশাপাশি রাষ্ট্রীয় ভাবে যাকাত ম্যানেজমেন্ট করতে হবে। আর প্রত্যেক গ্রামে একটা করে মসজিদকে মডেল মসজিদ কমপ্লেক্সে পরিণত করতে হবে। নামায, যাকাত, আইনের শাসন, আর ভাল অর্থনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে হবে আমাদের বাংলাদেশ ২.০।