নিজের কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারির আরো এক উজ্জ্বল উদাহরণ রাখলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ‘আওয়ারাপন-২’-এর শুটিং চলাকালীন একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি।
জানা যায়, ওই দৃশ্যের সময় ইমরানের পেটের টিস্যু ছিঁড়ে যায়, যার ফলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করতে হয়।
এমন পরিস্থিতিতে বেশির ভাগ অভিনেতাই দীর্ঘ বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে রাজস্থানে ছবির শুটিংয়ে ফের যোগ দিয়েছেন তিনি। যদিও চিকিৎসকদের পরামর্শ মেনে তার অ্যাকশন মুভমেন্ট সীমিত রাখা হয়েছে। শুটিং শিডিউলেও আনা হয়েছে পরিবর্তন, যাতে অভিনেতার স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস না করেই ছবির কাজ এগিয়ে নেওয়া যায়।
ইমরানের এই অদম্য মানসিকতা ও পেশাদার মনোভাব নাকি শুটিং ইউনিটের সকলকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। টিমের সদস্যরা তাঁর নিষ্ঠা ও একাগ্রতায় মুগ্ধ।
ইতিমধ্যেই অনুরাগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা ও শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য শুভ কামনা জানাচ্ছেন।
সূত্র : মিড ডে