ফের তুমুল চর্চা শুরু হয়েছ ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে। বিশেষ করে তার মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করায় চলচ্চিত্র ও দর্শকমহলে তুমুল জলঘোলা হচ্ছে।
সালমান শাহর প্রসঙ্গ উঠলেই নাম আসে চিত্রনায়িকা শাবনূরের। মামলায় অভিযুক্ত না হলেও কেউ কেউ শাবনূরকে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলছেন।
এদিকে শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সালমান শাহর এক সময়কার কাছের বন্ধু ও বিনোদন সাংবাদিক দুলাল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান শাবনূর সালমানের সম্পর্কে বিভিন্ন তথ্য গোপনে সামিরার কাছে পাচার করতেন।
দুলাল খান বলেন, সালমান এক সময় অসুস্থ হলে শাবনূর তাকে দেখতে আসে। কিন্তু সেই খবর সামিরা ভাবি পেয়ে যায়। আমি ভাবছিলাম ভাবি ছিল চট্টগ্রাম সে এই খবর কীভাবে পেলো? পরে জানতে পারি সালমানের সঙ্গে যা যা কথা হতো সব শাবনূর নিজেই ভাবির কাছে বলে দিত। পরে সালমান শাবনূরের সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ।
এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিকক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।
সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।
অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
আরটিভি