
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী বলেছেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করলে তিনি আর তার গাড়ির ট্যাক্স দেবেন না।
এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দিবো না।’
তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।
অভিনেত্রীর এই অবস্থান নিয়ে অনেকেই তার পক্ষে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশাগুলো ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ। এছাড়া, এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি বাড়ায়।
অনেকে আবার মন্তব্য করেছেন, মূল সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা না হলে রাজধানীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
আবার অনেকে মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের ব্যর্থতা দেখছেন। তারা বলেছেন, কারো পেটে লাথি না মেরে ব্যাটারিচালিত রিকশাগুলোর বিকল্প ব্যবস্থা করতে হবে।