Image description

‘আমাদেরকে মনে করে আমরা মোল্লা, আমরা চাঁদাবাজ। দুই বিষের এক বিষ। নো! জিয়াউর রহমানের দল এটা না । জিয়াউর রহমানের দল হচ্ছে প্রগ্রেসিভ । সবসময় আধুনিক বলে মন্তব্য করেন সংগীতশিল্পী আসিফ আকবর।

তিনি বলেন—২০০১ থেকে ২০০৬ একটু ঝামেলা হওয়ায় অনেকদিন সাফার করেছি। আমরা আশা করছি ভবিষ্যতে এগুলো হবে না । তখন অনেক কিছু হয়েছে যেগুলো সামনে হবে না।

সোমবার বিকালে কুমিল্লা নগরীর চর্থা এলাকার ‘বিবেক’ টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসিফ আকবর বলেন— এই যে বাংলাদেশে গর্ব করা হয় ১৯৯০ সালের মিউজিক নিয়ে। আমরা পিওর ৯০; আমি ৮৯ এর স্টুডেন্ট । তখন ব্যান্ড আন্দোলন হয়। রেঁনেসা, ফিডব্যাক এলআরবি মাইলস, ওয়ারফেজ আর্ক। জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে সবাইকে ডেকে বলেছিলেন—দেশের মিউজিকে আধুনিক গান করতে হবে। কি কি লাগবে? কি ডিমান্ড তোমাদের? বা কি হলে ভালো হয় । তখন উনারা বলেছিলেন—আমাদের ফরেন ইন্সট্রুমেন্ট গুলো শুল্ক অনেক বেশি । আমরা গিটার, ড্রাম আমদানি করতে পারি না । পিয়ানো আনতে পারি না । তখন শুল্ক রহিত করেছিলেন জিয়াউর রহমান। এর মাধ্যমেই বাংলাদেশে মিউজিকের আধুনিকায়ন করেন জিয়াউর রহমান ।

তিনি বলেন—স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, কৃষি, সব জাতীয় পুরস্কার সব কিছু শহীদ জিয়ার করা। এগুলো আওয়ামী লীগের সময় ছিল না। এগুলো সব কিছু জিয়াউর রহমান সাহেব করেছেন। এগুলো আমাদেরকে সামনে আনতে হবে।

‘বিবেক’ টিমের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ সব সদস্যদের সাথে মতবিনিময় ও বিবেক অফিস পরিদর্শন করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।