Image description

পাক-ভারত যুদ্ধের সময় থেকেই আলোচনায় ফ্রান্সের অপ্রতিরোধ্য যুদ্ধবিমান রাফাল আর চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০ সি। সেই যুদ্ধে ভারত রাফাল ব্যবহার করে পাকিস্তানকে ঘায়েল করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এমনকি ভারতের কমপক্ষে ৩টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাক সেনারা। যাতে তারা ব্যবহার করে চীনের জে-১০ সি যুদ্ধবিমান। পাক-ভারত যুদ্ধের পর আবারো নতুন করে আলোচনায় যুদ্ধবিমান দুটি। এবার ফ্রান্স রাফাল যুদ্ধবিমান নিয়ে চীনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যার শক্ত জবাবও আবার দিয়েছে চীন।

 

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করে বসেন, ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে আর নিজেদের তৈরি যুদ্ধবিমান অধিক পরিমাণে বিক্রির লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে চীনের দূতাবাসগুলো।

 

এসময় তারা আরও দাবি করেন, রাফাল কেনায় আগ্রহী দেশগুলোর কাছে রাফাল নিয়ে গুজব ও অপবাদ ছড়াচ্ছে চীনা দূতাবাসের কর্মকর্তারা। তারা এর উদ্দেশ্য হিসেবে তুলে ধরছেন, রাফালের বিক্রি কমানো এবং চীনের যুদ্ধবিমান জে-১০সি এর বাজার সম্প্রসারণ করা।

 

এদিকে চীন ফ্রান্সের এমন উদ্ভট আর বানোয়াট দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে। বেইজিং মুখপাত্র বিষয়টিকে একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। এটি নেহাতি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয় বলেই মন্তব্য তার।

 

এমনিতেই পাক-ভারত যুদ্ধে ফ্রান্সের গর্বখ্যাত তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় এর নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ার বাজারে বড় ধস নামে। আর উল্টো চিত্র দেখা যায়, রাফালকে ধ্বংসকারী চাইনীজ যুদ্ধবিমান জে-১০সির। ইতিমধ্যে বিশ্ববাজারে আলাদা করে নজর কাড়ছে চীনের এই যুদ্ধবিমান। বিশ্বের প্রভাবশালী দেশগুলোও অগ্রিম অর্ডার করেছে চীনের এই যুদ্ধবিমান। আর মুখ ফিরিয়ে নিয়েছে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের থেকে।

 

কয়দিন আগেই ইসলাম বিদ্বেষী কট্টর ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানো ইরান যেমন কিনতে যাচ্ছে চীনের চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান তেমনি বাংলাদেশও এই যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখাচ্ছে বলেও গুঞ্জন ভাসছে বাতাসে।