
বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। একসময়কার পর্দার রোমান্স বাস্তব জীবনেও পরিণত হয়েছে ভালোবাসার বন্ধনে। তবে এই সম্পর্ক নিয়েও থেমে থাকেনি গুঞ্জনের ঢেউ। সম্প্রতি তাদের নিয়ে ‘চুক্তির বিয়ে’ সংক্রান্ত একটি বিতর্ক আবারও আলোচনায় আসে। এবার আর নীরব থাকলেন না অভিষেক।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, ‘১৭ বছরের দাম্পত্য জীবনে অসংখ্যবার নানা জল্পনা-কল্পনার শিকার হয়েছি। সত্যি বলতে, আগে এগুলো পাত্তা দিতাম না। কিন্তু এখন খারাপ লাগে, কারণ আমার একটা পরিবার আছে।’
গুঞ্জন নিয়ে মুখ না খোলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে আর ঐশ্বরিয়াকে নিয়ে অসংখ্যবার কাটাছেঁড়া হয়েছে। অতীতে আমি যতই বিষয়টি পরিষ্কার করতে কথা বলেছি, কোনো সমাধান পাইনি। তাই নীরব থাকাটাই প্রাধান্য দেই।’
অভিষেক জানান, তার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলিব্রিটি জীবন হলেও, ব্যক্তিগত অনুভূতিগুলো রক্ত-মাংসের মানুষের মতোই সংবেদনশীল।
২০০৭ সালে ভালোবাসার মানুষ ঐশ্বরিয়া রায়-কে বিয়ে করেন অভিষেক বচ্চন। বলিউডের এই রাজকীয় বিয়েতে সামিল হয়েছিলেন বহু তারকা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে তাদের সম্পর্ক। ২০১১ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন।
তবে গ্ল্যামার জগতে যতো আলো, ততোই ছায়াও। সেলিব্রিটি দম্পতিদের সম্পর্ক নিয়ে নানা সময় গুজব, ষড়যন্ত্র কিংবা উদ্দেশ্যমূলক খবর ছড়ানো হয়ে থাকে।
‘চুক্তির বিয়ে’ প্রসঙ্গে অভিষেকের বক্তব্য শুধু গুজবের জবাব নয়, বরং এক শক্তিশালী বার্তা—সম্পর্কের ভিত্তি যদি হয় ভালোবাসা, তবে বাইরের জল্পনায় তার কোনো প্রভাব পড়ে না।
সারাবাংলা