Image description
ইকতেদার আহমেদ
 

অতীতে দেখা গেছে, প্রতিটি বেতন কমিশনের সুপারিশ কার্যকরের পর বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। এ বৃদ্ধির কারণে সরকারের অনুমোদিত ১৯ লক্ষাধিক পদের বিপরীতে কর্মরত প্রায় ১৫ লাখ কর্মচারী যত না ক্ষতিগ্রস্ত তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষ। দেশের সাধারণ মানুষ এ ক্ষতি থেকে রেহাই পেতে পারে যদি সরকারি কর্মচারীরা দেশের সমৃদ্ধি ও উন্নতির বিষয় এবং সাধারণ মানুষের কল্যাণের বিষয় বিবেচনায় নিয়ে নিজেদের দুর্নীতিমুক্ত রাখেন। নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন হোক এটা সবাই চায়। কিন্তু দেশের সাধারণ মানুষের জন্য এ চাওয়া তখনই সার্থক হবে, যখন আমরা দেখব বর্ধিত বেতন ভাতা দেয়ার পর সরকারি চাকরিজীবীরা সার্বিক বিবেচনায় দুর্নীতিমুক্ত।