Image description

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কারসহ বেশকিছু দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে রবিবার সকাল থেকে অবস্থান করছে ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’।

সন্ধ্যা ৬টা নাগাদ বিটিআরসি থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে মোবাইল ব্যবসায়ীরা এ কথা জানান।

সংগঠনের নেতারা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, পাশাপাশি সারাদেশের মোবাইল ব্যবসায়ীরা একযোগে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মোবাইল ব্যবসায়ীরা বলেন, বিটিআরসি আলোচনায় আমাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস না দেওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।