Image description

রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা। তাদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

তারা হলেন, হাজারীবাগে রুপা বেগম (২৬), কামরাঙ্গীচরে সারিকা হোসেন লাবিবা (১৩), ভাটারায় মো. ইউনুস আলী (৫৭), চকবাজারে সাজ্জাদ আলী নয়ন(২৪) ও মো. রাকিব (১৯)।

 

জানা গেছে, হাজারীবাগ রায়ের বাজার সুলতানগঞ্জ রোডে পর্তুগাল প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী রুপা বেগম (২৬) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। পরে দেখতে পেয়ে তার শাশুড়ি নাজমা বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শাশুড়ি বলেন, ‘রুপা মোবাইলে কারও সঙ্গে সব সময়ে কথাবার্তা বলত। কি কারণে আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। রুপা এক সন্তানের জননী ছিলেন। ’

 

একইদিন কামরাঙ্গীচর খালপাড় ভাড়াবাসা থেকে উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৬ টার দিকে সারিকা হোসেন লাবিবা (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পড়াশোনার জন্য শাসন করায় অভিমানে ঘটনাটি ঘটিয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কু-কুটিয়া গ্রামের বাসিন্দা।

 

রাজধানীর চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, `সাজ্জাদ আলী নয়ন (২৪) নামের এক ফটোগ্রাফ চকবাজারের নিজের রুমে আজ সকালে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন বলে অভিযোগ পাওয়া গেছে । সংবাদ পেয়ে সেখান থেকে আজ সকাল সাড়ে নয়টায় দিকে তার মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়। সাজ্জাদ বংশালের বাসিন্দা।

 

অপরদিকে একই থানার ওয়াটার ওয়ার্কস রোডের বাসা থেকে গতকাল সোমবার দিবাগত রাতে কারখানা শ্রমিক মো. রাকিব (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঐ থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, রাকিব মানুষিকভাবে বিপযর্স্ত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নরসিংদী জেলার বেলাবো উপজেলার ছন্নারমোড় গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিব।

 

এ দিকে, ভাটারা নুরের চালা বোডঘাট বাসায় থেকে সোমবার দিবাগত রাতে মো. ইউনুস আলী (৫৭) নামে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন পুলিশ।