জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। ন্যূনতম সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এমন নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সোমবার বেলা ১১টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে চিন্তার ভিন্নতা থাকতে পারে। কিন্তু সুষ্ঠু নির্বাচন সব দলেরই আকাঙ্ক্ষা। যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার ভোট দিতে পারেন। একই সঙ্গে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের ভোটও নিশ্চিত করতে হবে।
বেড়িবাঁধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিগত সরকারের আমলে বেড়িবাঁধের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এজন্যই বারবার এসব বাঁধ ভেঙে যাচ্ছে। দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়। এমনকি বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসরণ করা হয়নি।
তিনি বলেন, বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে। ভাঙন কবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে। তাদের এ ভাঙনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য ভারতের সঙ্গে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।
এরপর পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।