রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।
ইসি সূত্রে জানা গেছে, দলটির নিবন্ধন নম্বর ৫৪, প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।
বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান জানান, বিডিপি জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে। ন্যূনতম সংস্কার করে এক থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল নির্বাচন কমিশনে। সংক্ষিপ্ত তালিকায়ও ছিল দলটি। তবে কাজী হাবিবুল আউয়ালের কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি। ইসিতে জমা দেওয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
(ঢাকাটাইমস