Image description

গোপন চিঠি ফাঁস হয়ে যাওয়ায়, ফেঁসে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। এই ফাস্ট লেডির বিরুদ্ধে এবার রীতিমতো কোমর বেঁধে নেমেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার একটি চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর এই তদন্তে নামে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানি এবং ভয়ভীতি দেখানোর অপচেষ্টার অভিযোগে করা হয়েছে। চিঠিটি বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি দেখানো ও আদালতে না আসার হুমকি দিয়েছিলেন এই ফার্স্ট লেডি। সেই সাথে অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তাকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন সারা নেতানিয়াহু।

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে এই তদন্ত ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া এবং তার পরিবারের ভূমিকা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠতে পারে।

ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে একাধিক মামলা। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।