Image description

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের নির্বাচনি প্রচারণাকালে তাদের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন। 

 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা তাদের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার প্রচারণার কাজ শুরু করেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে যখনই চৌকিদার বাড়িতে প্রবেশ করেন, সেখানে বাধা দেয় বিএনপির কর্মীরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি কর্মীরা হামলা চালায় জামায়াতের নেতাকর্মীদের ওপর। 

এতে জামায়াতের ৬ জন আহত হয়েছেন। তারা হলেন- আব্দুল হালিম, ফয়জুল্লাহ, তানজিল, রাতুল। অন্য দুই জনের পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতির শান্ত করেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।