Image description
বাগেরহাটের জনসভায় জামায়াত আমির

বৈষম্যবিহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই জামায়াতের মূল লক্ষ্য উল্লেখ করে জামায়াত আমির বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নয়। বাংলাদেশকে আমরা নিরাপদ ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

622122589_1301981635292064_4931305413424634123_n

জামায়াত আমির বলেন, হিন্দু-মুসলমানসহ সব জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।

49

তিনি আরও বলেন, আমরা বিগত দিনে সীমিত পরিসরে সরকারে ছিলাম। আমাদের কর্মকাণ্ড আপনারা দেখছেন। আমাদের ছেলেরা ইউনিভার্সিটিগুলোতে নির্বাচিত হয়েছে। তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। আমরা ক্ষমতায় গেলে পাঁচ বছরে এই দেশকে পরিবর্তন করে ফেলব। আপনারা সবাই পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দেবেন।