Image description
 

নিয়মিত ব্যবহার্য ও আত্মরক্ষামূলক কিছু সরঞ্জামকে অস্ত্র হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা জামায়াত দাবি করেছে, সোমবার বেলা ১০টার দিকে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. তাজউদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি জেলা কার্যালয় থেকে তার বাসভবনের উদ্দেশে রওনা দেয়। পথে একজন সাংবাদিক ও আমীরের সাক্ষাতপ্রার্থী একজনকে গাড়িতে তুলে নেওয়া হয়।

গাড়িটি হোটেলবাজার মোড়ে পৌঁছালে সেনাবাহিনী সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষামূলক সরঞ্জামকে অস্ত্র হিসেবে উল্লেখ করে গাড়িসহ সংশ্লিষ্টদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে পরে থানায় পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো প্রাণঘাতী নয় বলে প্রমাণিত হলে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

জেলা জামায়াতের দাবি, এসব সামগ্রী কোনোভাবেই অস্ত্রের সংজ্ঞায় পড়ে না। অথচ কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলোকে অস্ত্র হিসেবে উপস্থাপন করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এতে বাস্তব ঘটনা বিকৃত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী ও দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে ব্যাখ্যা করে জনমনে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।জামায়াতে ইসলামী এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে।