আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি ও বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নুর এ কথা বলেন।
তিনি বলেন, “দেশে সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা-সমাবেশ নাশকতা সৃষ্টির মিশন নিয়েছে। এক্ষেত্রে তারা ভোটের ফাঁদে বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যবহার করছে।”
তিনি বলেন, দেশি ও বিদেশি একটি শক্তিশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে অরাজকতা তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে।
পটুয়াখালী-৩ আসনের পরিস্থিতি তুলে ধরে নুরুল হক নুর বলেন, “বিএনপি থেকে বহিষ্কৃত এক বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তার দাবি, ওই প্রার্থীর অনুসারীরা তার নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে।”
নুরের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে লিফলেট বিতরণের উদ্দেশ্যে পানপট্টি যাওয়ার পথে তার এক নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া রোববার সন্ধ্যার পর চিকনিকান্দি থেকে ফেরার সময় ডাকুয়া স্লুইস বাজারের কাছে অন্ধকারে তার লোকজন পরিচয়ে পথরোধ করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি বুঝে তারা কৌশলে সেখান থেকে সরে আসেন এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে নুর বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
শীর্ষনিউজ