Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনি প্রচারণায় ঢাকার বাইরে দুদিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ৮টি জেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।

জামায়াত আমির সোমবার কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলায় জনসভায় যোগ দেবেন। তিনি সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় প্রচারণার মাধ্যমে ঢাকার বাইরের দ্বিতীয় সফরের যাত্রা শুরু করবেন।

এর আগে, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের ৮ জেলা সফর করে নির্বাচনি প্রচারণা করেন ডা. শফিকুর রহমান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুদিনের সফরে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকসহ স্থানীয় নেতাকর্মীরা।