আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা–১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটের মাধ্যমেই এসব অপশক্তির শেষ অধ্যায় রচিত হবে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সংকটগুলো শোনেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে।
এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এবার ভোটকেন্দ্রেই প্রতিফলিত হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। যাকেই ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন। কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে প্রভাবিত হবেন না। কারণ এবারের ভোটই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, এমন প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন ও দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম। প্রচারণার শেষাংশে নাহিদ ইসলাম ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।