ইরানের টেলিযোগাযোগ অবকাঠামো সংস্থার প্রধান বেহজাদ আকবরি জানিয়েছেন, ‘আজ বা কাল’ দেশটিতে ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে। শনিবার দেশীয় গণমাধ্যমের বরাতে ফারস সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতেই ইন্টারনেট পুনঃসংযোগের অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বেহজাদ আকবরি বলেন, “ইনশাআল্লাহ, আজ বা কালই এই সমস্যার সমাধান হবে।”
ফারস জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ অল্প সময়ের জন্য পুনরায় চালু হলেও প্রায় ৩০ মিনিট পর আবার বন্ধ হয়ে গেছে। পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসও এই স্বল্প সময়ের সংযোগ ফিরে আসার ঘটনা নথিভুক্ত করেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি জটিলতার কারণে পূর্ণ সংযোগ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগবে।
গত ৮ জানুয়ারি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর ইরান বিশ্বের সঙ্গে তাদের ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করে। এই সুযোগে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন অভিযান চালায়। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে-ভিত্তিক এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’ নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে বলেছে। তবে ইরান সরকার নিহতের সংখ্যা ৩ হাজার ১১৭ জন বলে জানিয়েছে, যার মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান আরও দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইন্টারনেট বন্ধ রাখলে জনগণ ও সরকারের মধ্যকার দূরত্ব আরও বাড়বে। যারা আগে অসন্তুষ্ট ছিলেন না, তারাও অসন্তুষ্টদের তালিকায় যুক্ত হবেন।”
তিনি আরও উল্লেখ করেন, ইন্টারনেট চালু হলে আবার বিক্ষোভ শুরু হওয়ার সম্ভাবনার চেয়ে এই ঝুঁকি বেশি।